Tuesday, September 8, 2015

পৃথিবীতে এতো অসান্তি কেনো ???


পৃথিবী আজ অন্যায়, অবিচার, যুলুম, যুদ্ধ, রক্তপাত, হত্যা, ধর্ষণ, বেকারত্ব, দারিদ্র্য অর্থাৎ অশান্তিতে পরিপূর্ণ। পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে সংঘাত, সংঘর্ষ হোচ্ছে না। আজ পৃথিবীর চারদিক থেকে আর্ত্ত মানুষের হাহাকার উঠছে- শান্তি চাই, শান্তি চাই। দুর্বলের ওপর সবলের অত্যাচারে, দরিদ্রের ওপর ধনীর বঞ্চনায়, শোষণে, শাসিতের ওপর শাসকের অবিচারে, ন্যায়ের ওপর অন্যায়ের বিজয়ে, সরলের ওপর ধুর্ত্তের বঞ্চনায় পৃথিবী আজ মানুষের বাসের অযোগ্য হোয়ে পড়েছে। নিরপরাধ ও শিশুর রক্তে আজ পৃথিবীর মাটি ভেজা। শান্তির আশায় বিভিন্ন রকম গনতন্ত্র/ সমাজতন্ত্র/ রাজতন্ত্ররূপী বহু তন্ত্র- মন্ত্র, বিধান, ব্যবস্থা তৈরী কোরে একটা একটা কোরে প্রয়োগ কোরে দেখা হোয়েছে। কোনটাই মানুষকে প্রকৃত মুক্তি দিতে পারে নাই। বরং অন্যায়-অত্যাচার, অবিচার, শোষন- যুলুম, বঞ্চনা,নৈরাজ্য আরও দিনে দিনে বৃিদ্ধ পেয়েছে ও পাচ্ছে। এই ভয়াবহ পরিস্থিতি থেকে আমাদের মুক্তির একটাই পথ আছে আর তা হল মানব রিচত ত্রুটিপূর্ন, ব্যর্থ গনতন্ত্র/ সমাজতন্ত্র/ রাজতান্ত্রিক জীবনব্যবস্থা ও বিধান/ সংবিধানগুলোকে প্রত্যাক্ষান করে একমাত্র স্রষ্টাপ্রদত্ত ঐশ্বরিক জীবনব্যবস্থা ও বিধান দিয়ে আমাদের রাষ্ট্রীয় ও সমাজ জীবন পরিচালনার মাধ্যমে আমরা এই
জাহেলিয়াতি পরিস্থিতি থেকে রক্ষা পেতে পারি। স্রষ্টার দেয়া জীবনব্যবস্থা নিখুত, ত্রুটিহীন। স্রষ্টার দেয়া জীবনব্যবস্থায় অন্যায়, শোষন-জুলুম, নির্যাতন, হঠকারিতার কোন সুযোগ নাই। স্রষ্টাপ্রদত্ত জীবনব্যবস্থা বাস্তবায়ন হলে সমাজ থেকে শোষন-বৈসম্য দূর হয়ে সম্পদের সুষ্ঠ বন্টন নিশ্চিত হবে। কেউ অজস্র সম্পদ ভোগ করবে আর কেউ অনাহারে বিনা চিকিৎসায় মারা যাবে, কষ্টকর জীবনযাপন করবে তা সম্ভব হবে না। শোষকের কাল হাত গুরিয়ে দিয়ে অত্যাচার -নির্যাতনমুক্ত একটি সুখী- শান্তিময় বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠিত হবে স্রষ্টার দেয়া জীবনব্যবস্থা-শাসনব্যবস্থা মানব সমাজে প্রতিষ্ঠার ফলে। তাই আসুন আজকের এই করুন পরিনতি থেকে বাঁচতে, মানুষের ক্ষুদ্র মস্তিষ্কপ্রসূত, শোষনের হাতিয়ারসরূপ, ব্যর্থ, ত্রুটিপূর্ণ গনতন্ত্র-সমাজতন্ত্র-রাজতন্ত্ররুপী জীবনব্যবস্থাকে ছুড়ে  ফেলে দিয়ে মহান স্রষ্টাপ্রদত্ত নিখুত, ত্রুটিহীন... (পূর্বেজতবার মানবজীবনে প্রতিষ্ঠিত হয়েছে ততবার সফল হয়েছে প্রমানীত) সেই
জীবনব্যবস্থাকে আমাদের রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠিত করার মাধ্যমে মুক্ত হবে মানবতা, প্রতিষ্ঠিত হবে মানবকল্যানময় সমাজ-রাষ্ট্র ও বিশ্বব্যবস্থা।

No comments:

Post a Comment