Tuesday, September 8, 2015

কে সৃষ্টি করল এই সিস্টেম ???



 কুকুরের সঙ্গে খাবার ভাগ করে খাওয়ার এই
নির্মম দারিদ্র্য কে সৃষ্টি করল? সে হচ্ছে
আমাদের প্রাণপ্রিয় গণতন্ত্র। ঔপনিবেশিক
প্রভুদের থেকে উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত
এই বস্তুতান্ত্রিক জীবনব্যবস্থা ও নীতিহীন
ভোগবাদিতার উপহার আমাদের এই ক্ষুধার্ত
সমাজ, বাস্তুহারার ক্রন্দন আর আয়লান-
রাকিব-রাজন।
.
এ সেই গণতন্ত্রের উপহার যার যপ করতে
করতে আমরা মাছের মতো খাবি খাচ্ছি।
এই পশ্চিমা গণতন্ত্রই আমাদের হৃদয়ে
ভোগের সীমাহীন চাহিদা সৃষ্টি করেছে,
অর্থের ক্ষধা সৃষ্টি করছে, দুচোখে বেধে
দিয়েছে স্বার্থঠুলি। সম্পদের আকাঙ্ক্ষা
অসীম হয়ে আমাদের মনুষ্যত্বকে গ্রাস করে
নিয়েছে, হৃদয়কে মোহাচ্ছন্ন করে রেখেছে।
যার পরিণাম এই দু পেয়ে পশুর সমাজ।
.
কিছু মানুষ এবং কিছু রাষ্ট্র বিত্তবৈভবের
পাহাড়ের উপরে বসে চিন্তা করছে এত
টাকা কীভাবে ভোগ করব? তাদের পেট এতই
বড় যে পুরো পৃথিবীর যাবতীয় সম্পদ তারা
উদরস্থ করে ফেলতে সক্ষম, তবু তাদের হৃদয়
তৃপ্ত হবে না। এমন আরো এক পৃথিবীর সম্পদও
তারা খেতে প্রস্তুত, সুযোগ পেলেই খেয়ে
নেবে।

No comments:

Post a Comment