Sunday, May 31, 2015

সালাতুল খওপ কি ???

সালাতুল খওপ কি ???
, সালাতুল কসর, আশংকালীন সালাহ এটা যুদ্দের সময় সালাহ নয়। যুদ্ধের আগে শত্রু র আশংকালীন সময়ে এই সালাহ।বা সফরকালীন সালাহ এটা যদি শত্রুর আশংকা থাকে।
» ০০৪. সূরা নিসা » 004.101
যখন তোমরা কোন দেশ সফর কর, তখন নামাযে কিছুটা হ্রাস
করলে তোমাদের কোন গোনাহ নেই, যদি তোমরা আশঙ্কা কর যে,
কাফেররা তোমাদেরকে উত্ত্যক্ত করবে। নিশ্চয়
কাফেররা তোমাদের প্রকাশ্য শত্রু।
And when you (Muslims) travel in the land, there is no sin on you
if you shorten your Salât (prayer) if you fear that the
disbelievers may attack you, verily, the disbelievers are ever unto
you open enemies.
ﻭَﺇِﺫَﺍ ﺿَﺮَﺑْﺘُﻢْ ﻓِﻲ ﺍﻷَﺭْﺽِ ﻓَﻠَﻴْﺲَ ﻋَﻠَﻴْﻜُﻢْ ﺟُﻨَﺎﺡٌ ﺃَﻥ ﺗَﻘْﺼُﺮُﻭﺍْ ﻣِﻦَ ﺍﻟﺼَّﻼَﺓِ ﺇِﻥْ ﺧِﻔْﺘُﻢْ ﺃَﻥ ﻳَﻔْﺘِﻨَﻜُﻢُ ﺍﻟَّﺬِﻳﻦَ ﻛَﻔَﺮُﻭﺍْ ﺇِﻥَّ
ﺍﻟْﻜَﺎﻓِﺮِﻳﻦَ ﻛَﺎﻧُﻮﺍْ ﻟَﻜُﻢْ ﻋَﺪُﻭًّﺍ ﻣُّﺒِﻴﻨًﺎ
» ০০৪. সূরা নিসা » 004.102
যখন আপনি তাদের মধ্যে থাকেন, অতঃপর নামাযে দাঁড়ান, তখন যেন
একদল দাঁড়ায় আপনার সাথে এবং তারা যেন স্বীয় অস্ত্র সাথে নেয়।
অতঃপর যখন তারা সেজদা সম্পন্ন করে, তখন আপনার কাছ থেকে যেন
সরে যায় এবং অন্য দল যেন আসে, যারা নামায পড়েনি। অতঃপর
তারা যেন আপনার সাথে নামায পড়ে এবং আত্মরক্ষার হাতিয়ার
সাথে নেয়। কাফেররা চায় যে, তোমরা কোন রূপে অসতর্ক থাক,
যাতে তারা একযোগে তোমাদেরকে আক্রমণ করে বসে। যদি বৃষ্টির
কারণে তোমাদের কষ্ট হয় অথবা তোমরা অসুস্থ হও তবে স্বীয় অস্ত্র
পরিত্যাগ করায় তোমাদের কোন গোনাহ নেই
এবং সাথে নিয়ে নাও তোমাদের আত্নরক্ষার অস্ত্র। নিশ্চয় আল্লাহ
কাফেরদের জন্যে অপমানকর শাস্তি প্রস্তুত করে রেখেছেন।
When you (O Messenger Muhammad SAW) are among them, and
lead them in As-Salât (the prayer), let one party of them stand
up [in Salât (prayer)] with you taking their arms with them; when
they finish their prostrations, let them take their positions in the
rear and let the other party come up which has not yet prayed,
and let them pray with you taking all the precautions and bearing
arms. Those who disbelieve wish, if you were negligent of your arms
and your baggage, to attack you in a single rush, but there is no
sin on you if you put away your arms because of the inconvenience
of rain or because you are ill, but take every precaution for
yourselves. Verily, Allâh has prepared a humiliating torment for
the disbelievers.
ﻭَﺇِﺫَﺍ ﻛُﻨﺖَ ﻓِﻴﻬِﻢْ ﻓَﺄَﻗَﻤْﺖَ ﻟَﻬُﻢُ ﺍﻟﺼَّﻼَﺓَ ﻓَﻠْﺘَﻘُﻢْ ﻃَﺂﺋِﻔَﺔٌ ﻣِّﻨْﻬُﻢ ﻣَّﻌَﻚَ ﻭَﻟْﻴَﺄْﺧُﺬُﻭﺍْ ﺃَﺳْﻠِﺤَﺘَﻬُﻢْ ﻓَﺈِﺫَﺍ ﺳَﺠَﺪُﻭﺍْ ﻓَﻠْﻴَﻜُﻮﻧُﻮﺍْ
ﻣِﻦ ﻭَﺭَﺁﺋِﻜُﻢْ ﻭَﻟْﺘَﺄْﺕِ ﻃَﺂﺋِﻔَﺔٌ ﺃُﺧْﺮَﻯ ﻟَﻢْ ﻳُﺼَﻠُّﻮﺍْ ﻓَﻠْﻴُﺼَﻠُّﻮﺍْ ﻣَﻌَﻚَ ﻭَﻟْﻴَﺄْﺧُﺬُﻭﺍْ ﺣِﺬْﺭَﻫُﻢْ ﻭَﺃَﺳْﻠِﺤَﺘَﻬُﻢْ ﻭَﺩَّ ﺍﻟَّﺬِﻳﻦَ ﻛَﻔَﺮُﻭﺍْ
ﻟَﻮْ ﺗَﻐْﻔُﻠُﻮﻥَ ﻋَﻦْ ﺃَﺳْﻠِﺤَﺘِﻜُﻢْ ﻭَﺃَﻣْﺘِﻌَﺘِﻜُﻢْ ﻓَﻴَﻤِﻴﻠُﻮﻥَ ﻋَﻠَﻴْﻜُﻢ ﻣَّﻴْﻠَﺔً ﻭَﺍﺣِﺪَﺓً ﻭَﻻَ ﺟُﻨَﺎﺡَ ﻋَﻠَﻴْﻜُﻢْ ﺇِﻥ ﻛَﺎﻥَ ﺑِﻜُﻢْ ﺃَﺫًﻯ ﻣِّﻦ
ﻣَّﻄَﺮٍ ﺃَﻭْ ﻛُﻨﺘُﻢ ﻣَّﺮْﺿَﻰ ﺃَﻥ ﺗَﻀَﻌُﻮﺍْ ﺃَﺳْﻠِﺤَﺘَﻜُﻢْ ﻭَﺧُﺬُﻭﺍْ ﺣِﺬْﺭَﻛُﻢْ ﺇِﻥَّ ﺍﻟﻠّﻪَ ﺃَﻋَﺪَّ ﻟِﻠْﻜَﺎﻓِﺮِﻳﻦَ ﻋَﺬَﺍﺑًﺎ ﻣُّﻬِﻴﻨًﺎ
০০৪. সূরা নিসা » 004.103
অতঃপর যখন তোমরা নামায সম্পন্ন কর, তখন দন্ডায়মান, উপবিষ্ট ও
শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ কর। অতঃপর যখন বিপদমুক্ত হয়ে যাও,
তখন নামায ঠিক করে পড়। নিশ্চয় নামায মুসলমানদের উপর ফরয
নির্দিষ্ট সময়ের মধ্যে।
[সালাহ নিদিষ্ট সময়ের জন্য ফরয কেন?)
যুদ্দের সময় কি সালাহ আছে?
সুরা নেসা 104-
তাদের পশ্চাদ্ধাবনে শৈথিল্য করো না। যদি তোমরা আঘাত
প্রাপ্ত, তবে তারাও তো তোমাদের মতই হয়েছে আঘাতপ্রাপ্ত
এবং তোমরা আল্লাহর কাছে আশা কর, যা তারা আশা করে না।
আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়।
হেযবুত তওহীদ _____

No comments:

Post a Comment