Sunday, May 31, 2015

শহিদ হয় কারা?



শহিদ অমোক, তোমক বলে মিথ্যে বলে অনেকেই,ওই কবর বাসীদের উপর মিথ্যের অপবাদ দেয়। যাতে তাদের কষ্ট আরো বাড়ে।
  তাদের সম্পকে দুটি কথা।
তাই ভাই বলবেন কি … কিসের জন্য মরলে শহিদ হয়? দেখুন বাকারা 154;আলে-এমরান 169)
আল্লাহ বলেন-” আর যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, তাদের মৃত বলো না। বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা বুঝ না।”(বাকারা 154)
আবারো আল্লাহ বলেন -” আর যারা আল্লাহর রাহে নিহত হয়, তাদেরকে তুমি কখনো মৃত
মনে করো না। বরং তারা নিজেদের পালনকর্তার নিকট জীবিত ও জীবিকাপ্রাপ্ত।(আলে-এমরান 169)
Think not of those who are killed in the Way of Allâh as dead. Nay,
they are alive, with their Lord, and they have provision.
ﻭَﻻَ ﺗَﺤْﺴَﺒَﻦَّ ﺍﻟَّﺬِﻳﻦَ ﻗُﺘِﻠُﻮﺍْ ﻓِﻲ ﺳَﺒِﻴﻞِ ﺍﻟﻠّﻪِ ﺃَﻣْﻮَﺍﺗًﺎ ﺑَﻞْ ﺃَﺣْﻴَﺎﺀ ﻋِﻨﺪَ ﺭَﺑِّﻬِﻢْ ﻳُﺮْﺯَﻗُﻮﻥَ
Wala tahsabanna allatheena qutiloo fee sabeeli Allahi amwatan
bal ahyaon AAinda rabbihim yurzaqoona
‘ধৈর্য্য, অধ্যবসায় এবং প্রার্থনা’ যা পূর্ববর্তী আয়াতে উল্লেখ
করা হয়েছে। এর অর্থ এই নয় যে জীবন বিমুখতা। বরং এর অর্থ ঠিক
উল্টো। এর অর্থ হচ্ছে সোচ্চার ভাবে শক্তভাবে হাল ধরে মিথ্যার
বিরুদ্ধে, সত্যের জন্য যুদ্ধ করা। কারণ সত্যের জন্য যুদ্ধ করাই
হচ্ছে আল্লাহ্র জন্য যুদ্ধ করা। আল্লাহ্র রাস্তায় যুদ্ধ করার অর্থ ধন-
সম্পদ, আপন-জন, সুখ-সুবিধা, সর্বস্ব ত্যাগ করা, সত্যকে প্রতিষ্ঠার
জন্য সংগ্রাম করা। সত্যের জন্য সংগ্রামে অনেক বড় ত্যাগ স্বীকার
করতে হয়। এমনও হয় যে সারা জীবনের কর্মফলকে ত্যাগ করতে হয়। ত্যাগ
করতে হয় অর্থ-সম্পদ, মান-সম্মান, যশ-প্রতিপত্তি, সামাজিক
প্রতিষ্ঠা এমনকি অনেক সময় সমাজের চোখে, সাধারণ মানুষের
চোখে নিজেকে হেয় প্রতিপন্ন হতে হয়। তবুও সবকিছুর
পরিবর্তে বান্দা যখন আনন্দ চিত্তে, সন্তুষ্টির সাথে শুধুমাত্র সত্য
প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে, তখন তার এই আপাতঃ ক্ষতি আর
ক্ষতি থাকে না। আধ্যাত্মিক জগতে বান্দা পায় আসল পুরস্কার।
যারা সত্যের জন্য সংগ্রাম করে এই সংগ্রামে যদি তারা নিজেদের
জীবন বিসর্জন দেয় তবুও তা বৃথা যায় না। তারা মানুষের ইতিহাসের
পাতায় অমর হয়ে থাকে। তারা হয় অমর। আর এই
সংগ্রামে বান্দা অর্থ-সম্পদ, মান-সম্মান যা তারা হারায়-
সত্যিকার অর্থে তারা তা হারায় না। পৃথিবীর আর্থিক ক্ষতির
বিনিময়ে আল্লাহ্ বান্দার সম্মুখে আধ্যাত্মিক জগতের দ্বার উন্মুক্ত
করে দেন। আমরা মহামানবদের জীবন থেকে এই শিক্ষা পাই-তাদের
সংগ্রাম তাদের মৃত্যুর পরও অমর হয়ে আছে। তারা মৃত নন। আবার
সত্যের জন্য আত্মত্যাগ মানব সমাজের একটি বিরল দৃষ্টান্ত
হিসেবে থাকতে পারে, যে আত্মত্যাগের দ্বারা মানুষ যুগে যুগে উপকৃত
হয়। ইসলাম এই আত্মনিবেদনকে উৎসাহিত করে।
And say not of those who are killed in the Way of Allâh, ”They are
dead.” Nay, they are living, but you perceive (it) not.
ﻭَﻻَ ﺗَﻘُﻮﻟُﻮﺍْ ﻟِﻤَﻦْ ﻳُﻘْﺘَﻞُ ﻓِﻲ ﺳَﺒﻴﻞِ ﺍﻟﻠّﻪِ ﺃَﻣْﻮَﺍﺕٌ ﺑَﻞْ ﺃَﺣْﻴَﺎﺀ ﻭَﻟَﻜِﻦ ﻻَّ ﺗَﺸْﻌُﺮُﻭﻥَ
Wala taqooloo liman yuqtalu fee sabeeli Allahi amwatun bal
ahyaon walakin la tashAAuroona
দেশের জন্য বা কোন ব্যক্তির জন্য মরলে কি শহিদ হয়?
তাই বতমানে জিয়ার নামে দোয়ার চেয়ে মিথ্যা অপবাদ আরোপ করা হোচ্ছে যা নাকি তার কষ্ট হচ্ছে।  তাই আল্লাহ কি বুঝেন না গোজামিল?  গোজামিল দিয়ে প্রমান করলে কি হয়? শহিদ কি কখনো মরলে পচে হাড্ডি বের হয়?
আজই প্রমানের জন্য জিয়ার কবর খুড়ে তাজা নয়।  সে মাটির সাথে মিশে গেছে।
শহিদ হলে তার মানে তাজা থাকতে হবে কবরে। নইলে কোরানের আয়াত মিথ্যে হয়ে যায় (বাকারা 154;আলে-এমরান 169 দেখুন )
আর মুখের জুড়ে যারা বলে দেশের জন্য শহিদ, তারা শুধু ভুলই করেন না আরো তাদের কবরে আযাব পোছে দেন।আর আল্লাহর আয়াতসমুহ কেও মিথ্যে সাবস্থ্য করেন। তাই সাবধান। আল্লাহ আমাদের হেফাজত করুন। (আমিন)
কয়েকদিন আগে মাত্র শিয়া রা রাসুলুল্লাহ (দ) সাহাবী হাজার ইবনে আদী (রা) এর মাজারে বোমা মেরে লাশ বের করে ফেলে।  কিন্তু আজও লাশ টা পচে নি।  তাই দেখুন 1400 বছর হয়ে গেছে কিন্তু লাশ পচেনি।
তাই প্লিজ, যারাই আল্লাহর পথে মরেনি তাদের শহিদ বলে মিথ্যে অপবাদ দিয়ে তাদের রুহের প্রতি কষ্ট আরো বাড়াবেন না। আপনি জানেনা যে কবরে কি কষ্ট হয় তাদের যারা আল্লাহর পথে ছিলোনা।
আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন ।(আমিন)

বুলবুল আহাম্মেদ

No comments:

Post a Comment