Saturday, March 5, 2016

হেযাবের আকীদা

হেযাবের আকীদা



-----------------------------
আকীদার বিকৃতির ফলে শুধু যে ইসলামের মূল উদ্দেশ্য হারিয়ে গেছে তাই নয়,
এর ছোটখাট উদ্দেশ্যও বিকৃত হোয়ে গেছে। আল্লাহ ও তার রসুল মেয়েদের হেযাব (পর্দা) কোরতে আদেশ দিয়েছেন। কেন? উদ্দেশ্য কি? উদ্দেশ্য হোচ্ছে আঁটশাট কাপড় পোরে, অর্ধনগ্ন হোয়ে যুবতী, তরুণী মেয়েরা ঘুরে বেড়ালে তাদের দিকে চোখ পড়লে মানুষের আদীম প্রবৃত্তি স্বভাবতঃই মাথাচাড়া দিয়ে উঠবে। তাদের মধ্যে অনেকেই হয়ত আত্মসংবরণ কোরতে পারবে না, অন্যায়ে লিপ্ত হোয়ে পড়বে, পরিণতিতে হয়ত অন্যের সঙ্গে সংঘাত হবে, হয়ত পারিবারিক অশান্তি সৃষ্টি হবে, মোট কথা নানাভাবে সমাজে অশান্তি, গোলযোগ সৃষ্টি হবে, আরও অবনতি হবে। তাই ঐ হেযাবের আদেশ। ঐটাই উদ্দেশ্য বোলে যেসব মেয়েদের বয়স বেশী হোয়েছে, যারা প্রৌঢ়া, বৃদ্ধা হোয়েছেন অর্থাৎ যাদের দেখলে কোন প্রবৃত্তি উত্তেজিত হবে না তাদের ঐ হেযাব থেকে রেহাই দেয়া হোয়েছে। আজকাল পথেঘাটে দেখবেন প্রৌঢ়া, বৃদ্ধা মা, দাদীরা কিম্ভুতকিমাকার বোরকায় আপদমস্তক ঢেকে আছেন আর তাদের সঙ্গে আধুনিক, মেকআপ করা অর্ধ নগ্না মেয়ে, নাতনীরা বাজারে বাজারে ঘুরে বেড়াচ্ছে। অর্থাৎ যে উদ্দেশ্যে পরদা করার আদেশ হোয়েছে তার ঠিক উল্টোটা করা হোচ্ছে। সুতরাং আল্লাহর হেযাবের বিধান দেয়ার উদ্দেশ্য হোচ্ছে যেন মানুষের মধ্যে আদীম প্রবৃত্তির উদ্ভব হোয়ে ফাসাদ ও সাফাকুদ্দিমা যেন না হয়।

No comments:

Post a Comment