Tuesday, October 20, 2015

হেযবুত তওহীদের গান

হেযবুত তওহীদের গান 

শিল্পি ও সুরকার: নাজমুল আলম শান্তু তেজগাঁও কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সাংস্কৃতিক সন্ধ্যায় তিনি এ গানটি পরিবেশন করেন। শোনো শোনো শোনো রব উঠেছে, আকাশ পাতাল ছেয়ে, আসছে বিজয় আসছে সুদিন প্রহরের খেয়া বেয়ে। জাগো জাগো জাগো আর কতকাল থাকবে ঘুমিয়ে। অন্ধ কারার বন্দীরা চলো মুক্তির পথে ধেয়ে। কৃষকের নোনা ঘামের মূল্যে যে ফসল ওঠে ঘরে, শ্রমিকের হাড় ভাঙা খাটুনিতে শিল্পের চাকা ঘোরে, বকেয়া মজুরি শোধ হবে সব এই প্রত্যয় নিয়ে, এলো সোনা ঝরা নতুন প্রভাত অবাক সূর্যোদয়ে। কেটে যাবে এই কালোরাত্রি জয়ের পরশ পেয়ে। শিশুটির চোখে কষ্ট ভীষণ ক্ষুধার আগুন পেটে, ধনীর দুয়ারে অনাহারী মা অসহায় দিন কাটে। হারিয়ে গিয়েছে শান্তির চাবি বিবর্ণ হতাশায়, সে চাবির খোঁজ মিলেছে আবার গান গেয়ে বলে যাই। অনাহারী আর থাকবে না কেউ শহরে কিংবা গাঁয়ে। জ্ঞানের নেশায় মাতোয়ারা ছিল কই সে ছাত্রদল, তাদের হাতে রক্তের রং কারা এঁকে দিল বল্? চোখে মুখে কারা একে দিল এত সহিংসতার ছাপ, ছাত্রজীবন মৃত্যুর ফাঁদ রাজনীতির অভিশাপ। কেটে যাবে এই কালোরাত্রি জয়ের পরশ পেয়ে। (কথা: রিয়াদুল হাসান)

No comments:

Post a Comment