Sunday, May 31, 2015

রমজান মাস শুরু কখন?

রমজান মাস শুরু কখন?
মাস শুরু হয় কখন?
৩৬:৩৯ আয়াতের বক্তব্য হচ্ছে “আর চন্দ্র আমরা উহার জন্য নির্ধারিত
করেছি মনজিলসমূহ। (চাঁদ প্রতিবার উহার মনজিলসমূহ অতিক্রম
করতে থাকে) যতক্ষণ না উহা ফিরে যায় খেজুর গাছের পুরাতন শাখার
মতো দৃশ্যমানরূপে”। এ আয়াত থেকে বুঝা যায় যে, যখন চাঁদ খেজুর গাছের
পুরাতন শাখার মত দৃশ্যমানতায় ফিরে যায় তা হচ্ছে চান্দ্র মাসের এক
তারিখ। আর তা হচ্ছে পূর্ণিমা। কারণ খেজুর গাছের পুরাতন
শাখা ডানে বামে দুদিকে পড়ে থাকে এবং তার দৃশ্যরূপ হয় পূর্ণিমার মত
গোল। এছাড়া খেজুর গাছের পুরাতন শাখার মত দৃশ্যমান রূপ
বলতে যদি অমাবস্যার পরবর্তী হেলালকে বুঝানো হয় আর তাই হেলাল
মাসের এক তারিখ হয়, তাহলে প্রশ্ন হল, আহেল্লাকে হজ্জের জন্য
মাওয়াক্বীত বলার পাশাপাশি সিয়ামের জন্যও বলা হয়নি কেন?
সুতরাং শাহর বা মাসের প্রথম তারিখ পূর্ণিমা, সরু চাঁদ নয়।
আসলে শাহর বা মাস শব্দটি কুরআনে সাধারণভাবে যে কোন তারিখ
থেকে ক্রমাগত ৩০ দিনকে বুঝানোর জন্যও ব্যবহৃত হয়েছে, আবার
ক্যালেন্ডার মাস যেমন রমাদান মাস অর্থেও ব্যবহৃত হয়েছে।
সাধারণভাবে মাস বললে যে কোন তারিখ থেকে ক্রমাগত ৩০
দিনকে বুঝতে হবে আর ক্যালেন্ডার মাস বললে চান্দ্র মাসের
ক্ষেত্রে তা ৩০ দিনও হতে পারে, ২৯ দিনও হতে পারে।
প্রতিটি চান্দ্রবর্ষে ৩৫৪ দিন থাকে এবং ১৮:২৫ আয়াত অনুসারে ৩০০
সৌরবর্ষে ৩০৯ চান্দ্রবর্ষ। সাধারণভাবে মাস হচ্ছে যে কোন তারিখ
থেকে ক্রমাগত ৩০ দিন। আর ক্যালেন্ডার মাস হচ্ছে পূর্ণচন্দ্র চক্র অর্থাৎ
পূর্ণচন্দ্র থেকে পূর্ণচন্দ্র। এর আরো প্রমাণ হচ্ছে যেহেতু লাইলাতুল
কদরে ফেরেশতারা তাদের রবের থেকে সকল নির্দেশ নিয়ে অবতরণ
করে (৯৭:০৪) তাই লাইলাতুল কদর থেকে লাইলাতুল কদর হচ্ছে এক বছর।
অর্থাৎ লাইলাতুল কদর হচ্ছে বছরের প্রথম রাত তথা রমজান মাস
হচ্ছে বছরের প্রথম মাস (৯৭:০১, ০২:১৮৫)। লাইলাতুল কদর হচ্ছে পূর্ণ
শান্তির রাত (৯৭:০৫)। পূর্ণিমার রাত ছাড়া অন্ধকারাচ্ছন্ন রাত এ
আখ্যা পেতে পারে না। কারণ, অন্ধকারাচ্ছন্ন রাত থেকে আল্লাহর
কাছে আশ্রয় চাইতে বলা হয়েছে (১১৩:০৩)। এখান থেকেও বুঝা যায় যে,
মাস শুরু হবে পূর্ণিমা থেকে।

বুলবুল  আহাম্মেদ

No comments:

Post a Comment