Thursday, May 14, 2015

হাশরের ময়দানে দেখা হবে এর মানে কি ???



*হাশরের ময়দানে দেখা হবে* “”এই কথা বললো এক তবলীগের ভাই।…………………
হাশরে দেখা যাবে কে জান্নাতী আর কে জাহান্নামী তাইনা?
আপনারা বলবেন  এই যে মোরা তবলীগ কপালে কালা দাগ. নমায পড়েছি।।।ইয়া আআল্লাহ  আমাগো জান্নাত দান করুন। তখন আল্লাহ বলবেন রাষ্ট্রে কার আইন বিধান মেনেছো।
তবলীগ বলবে আমাদের ইহুদী-খ্রিস্টান এর আইন দিছে অগুলো মেনেছি। অগুলো দুনিয়াবি কাজ “রাসুল (দ)ও আসহাবগন (রা)অধেক দুনিয়ায় আল্লাহর বিধান কোরানের আইন প্রতিষ্ঠা করে  দুনিয়াবি কাজ করেছিলো
আর আমরা তবলীগ করেছি কিন্তু আল্লাহ আমরা দুনিয়াবী কাজ করি নাই।
আমরা তোমার সান্নিধ্য কামাই করেছি, আমাদের জান্নাত দেন।(যেন জোর করতেছে)
আল্লাহ উত্তর দিবেন তাহলে তোমরা কিতাবের কিছু অংশ বিশাস ও কিছু প্রত্যাখ্যান করেছো? (তাবলীগ? )
আর তোমরা রাষ্ট্রীয় জীবনে আল্লাহর আইন বাদে বিচার করেছো আবার তোমরা চোখ কান বুঝে মেনে নিয়া তবলীগ করেছো? তাইলে তোমরা কাফের তোমরা জাহান্নামী। যাও জাহান্নামে যাও।(মায়েদা 44;45;47) পড়ুন।
কেয়ামতে তাইলে এই জন্য দেখা হবে নাকি?
যারা চোখ কান বুঝে প্রতিবাদ না করে কাপুরুষের মত ইহুদী-খ্রিস্টান এর আইন মেনে নিয়া তবলীগ করেছে তারাই হাশরে ইহুদী-খ্রিস্টান দের সাথে জাহান্নামী। (লিখে রাখেন,আমি সাক্ষী)
আর আমি এও প্রস্তুত যে হাশরে ময়দানে জীবনের সবস্তরের তওহীদ ছাড়া কিভাবে জান্নাত, তাই দেখতে।
  কারন আল্লাহ নিজে বলেছেন, উনার কথার রদবদল হয়না।
জীবনের ব্যক্তি জীবনে তওহীদ ও রাষ্ট্রীয় জীবনে শিরকী আইন ব্যবস্থা কোরান বাদে তারপর এতো সোজা যার(আল্লাহর) কথার রদবদল হয় না। সে আল্লাহ তাদের যারা ব্যক্তি জীবনে আল্লাহ রাষ্ট্রীয় জীবনে ইহুদী-খ্রিস্টান এর /দাজ্জালের আইন মানবে আর আল্লাহ গদ গদ করে তাদের টা মেনে নিয়া জান্নাত দিবে? এতো সোজা?
আল্লাহ বলেন শিরক ক্ষমা করবেন না আবার আল্লাহর কথার রদবদল হয় না। মানে কি আল্লাহ কি কথার রদবদল করবেন? একি হয়?
আচ্ছা দেখা যাবে আমরা হেযবুত তওহীদ আমরা দেখবো আর দেখতে চাই কাল হাশরে কাদের আল্লাহ জাহান্নামী করেন। (দেখিয়ে এসছি মহান আল্লাহ কথা বদলায় না)
আল্লাহ হেদায়াত দাও গোমরাহী দের। (আমিন)
হেযবুত তওহীদ _______

No comments:

Post a Comment