Sunday, May 31, 2015

আজকের এই বিজ্ঞানের সৌধ কারা গড়ে তুলেছিলো?

আজকের এই বিজ্ঞানের সৌধ কারা গড়ে তুলেছিলো?
জ্ঞান দুই ধরনের
1) স্রষ্টার অস্তিত্ব সম্বলিত জ্ঞান
2)স্রষ্টার অস্তিত্ববিহীন মস্তিষ্কপ্রসুত জ্ঞান।
যাদের মোরা বতমানে বিজ্ঞান বলি (আগে অনেক বিজ্ঞানী ছিলো তাদের জ্ঞান ছিলো স্রষ্টার অস্তিত্ব  অনুযায়ী)
দেখুন বিজ্ঞানীদের নাম-মোসলেম বিজ্ঞানী যাদের ভিত্তিতে গড়া আজকের এই আধুনিক বিজ্ঞানের জয়।
1.আল-রাজী(রসায়ন,দশন)
2.আল-বিরুনী (বিজ্ঞান)
3.আল-জাবির এবনে হাইয়ান (রসায়ন শাস্ত্রের জনক)
4.ইবনে রুশদ -(যুক্তিবিদ্যা ও দশন)
5.আবু-আব্দুল্লাহ আল বাত্তানী(জ্যোতির্বিদ,জ্যোতির্বিদ্যা)
6.ইবনে আল হাইসাম-(আলোকবিদ্যা)
7.ইবনে সীনা- (চিকিৎসক দের চিকিৎসক)
8.ইবনে খালদুন-(দশন, ইতিহাস, গনিত)
9.আল ফারগানী- (গনিত,জ্যোতির্বিদ্যা)
10.আল খোয়ারেজমী -(বীজগনিতের আবিষ্কারক)
11.আবু আল নাসির আল ফারাবী -(যুক্তিবিদ্যা,সমাজবিদ্যা)
12.আল নাফিস-(চিকিৎসাবিদ্যা,দশন
এই হলো এসলামি সনযুগের বিজ্ঞানীরা যাদের নাম ইহুদী-খ্রিস্টান রা বদলিয়ে নিজেদের নাম বসিয়েছে। কিন্তু কয়েকটি নাম বাদ দিতে পারেনি অবশ্য। 
এই হলো স্রষ্টার অস্তিত্ব সম্বলিত জ্ঞান ও ওই জ্ঞানেই জ্ঞানী বিজ্ঞানীরা।
বিজ্ঞানটাই যে খারাপ এ রকম নয়। কারন আজ দাজ্জাল এই বিজ্ঞান কে কাজে লাগিয়ে অন্যায় ভাবে মানুষ হত্যা করে যাচ্ছে,যেখানে শিশুরা পযন্ত রেহাই পায়না।
আর মোসলেম বিজ্ঞানী রা থাকলে আজ তারা এই কাজ করতে পারতো না কারন মোসলেম রা ভয় করে একমাত্র  আল্লাহ কে।যিনি এই জ্ঞানেরও বিধাতা।
আর দিতীয় জ্ঞান ওই একের জ্ঞান আসার পর শিক্ষা গ্রহন করলো প্লাস স্রষ্ট্রা র অস্তিত্ব সম্বলিত জ্ঞান কে অসীকার করতে লাগলো। যা আজও করে। যার ফলে বতমান দাজ্জাল বিশে শুধু নাস্তিক আর নাস্তিক ,যেন নাস্তিকের আজ বিকল্পই নেই। আত্তাহীন জড়বাদী, পাশ্চাত্যের শিক্ষা যে দিক দিয়ে যাবে সেদিকের আশে পাশের লোক সহ জড়বাদী করে ফেলবে। নাস্তিক করে ছেড়ে দেবে। আজ সব জায়গায় পাশ্চাত্যের শিক্ষা র হৈ রৈ চলছে। যেন কিছুই হইনি।
মানুষ দুই ভাগে বিভক্ত 
মানে একটা (beliver)/Religious .(কিন্তু দাজ্জালের অনুসারী হয়ে আমাদের কে মারে মোসলেম হয়েও)
আরেকটা (Non beliver) Secular. (দাজ্জালের খাস অনুসারী)
হেযবুত তওহীদ ________
image

No comments:

Post a Comment