Sunday, May 31, 2015

স্রষ্ট্রার বিধান প্রয়োগে শান্তি তার প্রমাণ কি?

স্রষ্ট্রার বিধান প্রয়োগে শান্তি তার প্রমাণ কি?
প্রশ্ন হোতে পারে যে স্রষ্টার দেওয়া জীবনবিধান মানুষের
সমাজ জীবনে প্রয়োগ ও
কার্য্যকরী করা হোলে জীবনে যে ন্যায়, সুবিচার,
নিরাপত্তা ইত্যাদি প্রতিষ্ঠিত হবে তার যুক্তি ও প্রমাণ
কি? যুক্তি স্বয়ং স্রষ্টা দিয়ে দিয়েছেন, যে যুক্তির
বিরুদ্ধে কোন জবাব নেই। তিনি বোলছেন,
‘যিনি সৃষ্টি কোরেছেন তিনি কি জানেন না?
তিনি সুক্ষ্মতম বিষয়ও জানেন।’ আর প্রমাণও আছে, তা হোল
ইতিহাস। শেষ নবী মোহাম্মদের (দ:) মাধ্যমে যে শেষ
জীবন বিধান স্রষ্টা প্রেরণ কোরেছিলেন তা মানবজাতির
একাংশ গ্রহণ ও সমষ্টিগত জীবনে কার্য্যকরী করার
ফলে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দু’টি অংশ অর্থাৎ
নিরাপত্তা ও অর্থনীতিতে কী ফল হোয়েছিল তা ইতিহাস।
নিরাপত্তার ক্ষেত্রে পূর্ণ
নিরাপত্তা যাকে বলে তা প্রতিষ্ঠিত হোয়েছিল। মানুষ
রাতে শোওয়ার সময় ঘরের দরজা বন্ধ করার
প্রয়োজনীয়তা অনুভব কোরত না, রাস্তায় ধনসম্পদ
ফেলে রাখলেও তা পরে যেয়ে যথাস্থানে পাওয়া যেত,
চুরি, ডাকাতি, হত্যা, রাহাজানী প্রায় নির্মূল
হোয়ে গিয়েছিল, আদালতে মাসের পর মাস কোন অপরাধ
সংক্রান্ত মামলা আসতো না। আর অর্থনৈতিক দিক
থেকে প্রতিটি মানুষ স্বচ্ছল হোয়ে গিয়েছিল। এই
স্বচ্ছলতা এমন পর্যায়ে পৌঁছেছিল যে, মানুষ যাকাত ও
সদকা দেওয়ার জন্য টাকা পয়সা নিয়ে রাস্তায় রাস্তায়
ঘুরে বেড়াতো কিন্তু সেই টাকা গ্রহণ করার মত লোক
পাওয়া যেত না। শহরে নগরে লোক না পেয়ে মানুষ মরুভূমির
অভ্যন্তরে যাকাত দেওয়ার জন্য ঘুরে বেড়াতো।
এটি ইতিহাস। মানবরচিত কোন জীবনব্যবস্থাই এর
একটি ভগ্নাংশও মানবজাতিকে উপহার দিতে পারে নাই।

হেযবুত তওহীদ

No comments:

Post a Comment