Monday, April 6, 2015

কোরানে কি বলা হয়েছে সেটা বুঝে পড়া দরকার।

কোরানে কি বলা হয়েছে সেটা বুঝে পড়া দরকার।

রমজান মাস অাসলেই দেখা যায় মানুষ কোরান খতম দেয়
ও পড়ার জন্য চেষ্টা করে বা অাগ্রহ জাগে।
তাদের উদ্দেশ্য একটাই সওয়াব কামানো !!!
কিন্তু অাল্লাহ অামাদের কোরান দিয়েছেন কেন, শুধু
কি সওয়াব কামানোরর জন্য??
না এটার অাইন কানুন সমাজ, দেশ, রাষ্টে প্রয়োগ করার
জন্য...???
কোরানে কি বলা হয়েছে সেটা বুঝাই অাসল বিষয়, কিন্তু
অামরা শুধু অারবিতে পড়ে যাই,
তাতে কি বলা হয়েছে সেটা বুঝা অামাদের দরকার নাই,
অামাদের সওয়াব হলেই হলো।
কিন্তু না বুঝে পড়ার মধ্যে কি কোন সওয়াব
থাকতে পারে..??
কোরানে কি বলা হয়েছে সেটা যখন অামরা বুঝতে পাবর,
তখনি অামাদের সওয়াব
হবে এবং যারা বাংলা জানেনা তাদের কথা ভিন্ন। অাল্লাহ
মহান, পরম দয়ালু, ও ক্ষমাশীল।
কিন্তু অামরা রমজান মাস অাসলেই সওয়াব কামানোরর
জন্য কোরান পড়ি বা খতম দেই, রমজান মাস শেষ হলেই
কোরানকে কোন কাপড় দিয়ে মোরিয়ে অালমারিতে রেখে
দিই।
এভাবেই দিন যাচ্ছে।
মনে করুন, একজন ব্যক্তি বাংলা জানে এবং সে প্রায়
অারবিতে কোরান পড়ে।
তাকে অাপনি প্রশ্ন করুন কোরান কি বলা হয়েছে,
সে কিছুই বলতে পারবেনা।
*** অামাদেন সমাজে অনেক সাধারন মানুষ অাছে যারা
কমপক্ষে বছরে ১/২ বার কোরান খতম দেয় অারবিতে,
কিন্তু তারা ইসলামেন কোন বিষয় জানতে হলে অালেদের
কাছে যায় এবং অালেমরা কোরানের কোন অায়াত বাংলাতে
বললে খুব মনোযোগ দিয়ে শুনে,কিন্তু এই সাধারন মানুষরাই
কোরান পড়ে কিন্তু তারা কিছুই শিখতে পারলও না, সারা
জীবন শুধু পড়েই গেলো...!!!
****তাই বলে কেউ মনে করবেন না,
যে অামি অারবি ভাষাকে ছোট করছি বা অারবি ভাষায়
কোরান পড়ার বিপক্ষে। অামি শুধু বলতে চাচ্ছি যে,
কোরানে কি বলা হয়েছে সেটা বুঝা উচিত,
বা বুঝে পড়া দরকার।

No comments:

Post a Comment