Thursday, April 2, 2015

সুদ খাওয়া যেমন হারাম, তেমনি ধর্মের কাজ করে বিনিময় নেয়া হারাম














সুদ খাওয়া যেমন হারাম, তেমনি ধর্মের কাজ করে বিনিময় নেয়া হারাম....!!! যারা সুদ দেয় তাদের অামরা বলি তোমরা হারাম উপার্জন খাচ্ছ , তখন তারা সুদকে হালাল করার জন্য অনেক যুক্তি দাড় করায়, তবু তাদের সব যুক্তির শেষে অামরা বলি সুদ খাওয়া হারাম এটাই প্রকৃত সত্য, তাদের কোন যুক্তি সুদকে হালাল করতে পারেনি অার পারবেওনা.... তেমনি অারেকটি সুদের চেয়েও জঘন্য হারাম উপার্জন হচ্ছে ধর্মেরকাজের বিনিময় গ্রহন করা.....!!! সূরা বাকারা ১৭৪-১৭৫-১৭৬ এবং সূরা ইয়াসিন ২১ সূরা জুম্মাঅাহ ১০ । কিছু অালেম শ্রেনির লোকের ( সব আলেমরা নয় ) এই সত্যটাকে চাপিয়ে রেখে বেশ কিছুদিন তারা( অালেমরা) জনসাধারনের টাকা হারাম ভাবে খেয়েছে এবং এখনও খাচ্ছে, কিন্তু সাধারন জনগন এই সত্যটা একদিন বুঝবে, তখন অার এই অালেম শ্রেনীর ব্যক্তিরা সাধারন
মানুষকে ঠকাতে পারবেনা, কোন প্রকার যুক্তি দিয়েও বুঝাতে পারবেনা, সুদের
ব্যক্তিরা যেমন হাজারও যুক্তি দিয়ে সুদকে হালাল করতে পারে নাই, তেমনি ধর্মের কাজের বিনিময়
নেয়াটাও তারা হালাল করতে পারবেনা । এনশাঅাল্লাহ । হে অাল্লাহ অাপনি এই প্রকৃত সত্যটা মানুষকে বুঝার মত তৌফিক দান করুন ।
এবং আমাদের সকলকে মুক্তির পথে আন্দলিত করুন ।
অামিন
বুলবুল আহাম্মেদ

No comments:

Post a Comment