Saturday, April 11, 2015

ধর্মব্যবসায়ীদের কূপমণ্ডূকতা থেকে আমাদের বেরিয়ে আস্তে হবে

""ধর্মব্যবসায়ীদের কূপমণ্ডূকতা থেকে আমাদের বেরিয়ে আস্তে হবে""

ধর্মব্যবসায়ীদের কূপমণ্ডূকতা দেখে আমাদের তরুণ সমাজ ধর্ম সম্পর্কে আগ্রহ হারিয়ে ধর্মকে এড়িয়ে চলার চেষ্টা করেন। আমরা বলছি, কেবল এড়িয়ে চলাই যথেষ্ট নয়, এই বিকৃতির হাত থেকে মানুষকে রক্ষা করা আপনার ঈমানী দায়িত্ব। ধর্মব্যবসায়ীরা বিকৃত ধর্মগুলোকে লালন করছেন নিছক অর্থ উপার্জনের জন্য। ধর্মব্যবসা এমন এক জঘন্য অপরাধ যার দ্বারা বিশ্বাসী মানুষের দুনিয়া ও আখেরাত দুটোই ধ্বংস হয়ে যাচ্ছে। তাদের এত নামাজ-রোজা, হজ্ব, যাকাত, যিকির আজগার কোনো কিছুরই কোনো প্রতিদান তারা আল্লাহর কাছ থেকে পাবে না। কেননা বিকৃত ধর্মটি জাল নোটের মতো, দেখতে প্রায় একই রকম হলেও বিনিময়যোগ্য নয়।
বুলবুল আহাম্মেদ

No comments:

Post a Comment