Monday, April 6, 2015

* উম্মত বলতে কি বুঝায় ?

* উম্মত বলতে কি বুঝায় ? 
উত্তর : উম্মত বলতে কোন নির্দ্দিষ্ট সময়ের সুর্নিদ্দিষ্ট শ্রণীবদ্ধ মানুষ,জ্বীন,বিচরণশীল জীব,পক্ষীসমষ্টি যাদেরকে তাদের কাজর্কম,আচার বিচার,স্বভাব প্রকৃতি,বিশ্বাস-অবিশ্বাস,বাধ্যতা অবাধ্যতা,জীবন ধারা,ধর্ম ও জীবন দর্শনের উপর ভিত্তি করে নিদ্দিষ্ট উম্মত/দল/সমষ্ঠি হিসাবে সনাক্ত করা হয় সেই সমষ্ঠি কেই উম্মত বলে।কুরআনের আয়াতমালা পর্যালোচনা করে এর চেয়েও উম্মতের ভাল সংগা দেওয়া যেতে পারে।

No comments:

Post a Comment