Sunday, April 5, 2015

তরুন্দদের প্রতি আমাদের আহব্বান

তরুন্দদের প্রতি আমাদের আহব্বান ,


দয়া করে সবাই পড়ুন ,
হে তরুণরা! তোমরা যদি না জাগো তবে সকাল হবে না। কার দিকে তাকিয়ে আছ? কেউ তোমাদের সুন্দর পৃথিবী গড়ে দেবে না। পাশ্চাত্য সভ্যতা তোমাদেরকে স্বার্থচিন্তায় বুঁদ করে রাখতে চায় যেন তোমরা জাতিকে নিয়ে চিন্তা করতে না পারো। তোমার চোখে উচ্চাভিলাসি স্বপ্ন বুনে দিচ্ছে শোবিজ, মিডিয়া, যেন তুমি টাকার গোলামে পরিণত হও। অস্ত্রবাজেরা বসে আছে রাজনীতির নামে তোমাদের হাতে অস্ত্র তুলে দেওয়ার জন্য, যেন তুমি মানুষ হত্যা করতে পারো। মাদক ব্যবসায়ীদের শ্যেনদৃষ্টি তোমার দিকেই নিবদ্ধ, যেন তুমি নেশাগ্রস্ত হয়ে নিস্তেজ হয়ে যাও। শিক্ষা ব্যবসায়ীরা চায় তুমি তাদের কাছ থেকে সার্টিফিকেট ক্রয় করো, যেন তুমি দুর্নীতিপরায়ণ আমলা হতে পারো। ধর্মব্যবসায়ীরা বসে আছে তোমাকে ধর্মের বড়ি খাইয়ে দিয়ে, তোমাকে লেবাস পরিয়ে মসজিদের ভেতর ঢুকিয়ে দেয়ার জন্য যেন তুমি যেন পার্থিব জীবনের সকল অন্যায় অশান্তি থেকে চোখ ফিরিয়ে স্বার্থপরের মতো শুধু নিজের আখেরাতের মুক্তির সাধনা করো। ধর্মের নামে কেউ তোমার হাতে তুলে দিচ্ছে ভিক্ষার ঝুলি, কেউ তুলে দিচ্ছে বোমা। এভাবে তুমি আর কতো ব্যবহৃত হবে। আর নয়। এবার ফিরে এসো। এসো, আমরা নিজেকে, এই দেশ ও সমাজকে নির্মাণ করি। নিজেদের জীবনকে সার্থক ও সুন্দর করি।
আল্লাহ আমাদের সাহায্য করুন ( আমিন )
বুলবুল আহাম্মেদ

No comments:

Post a Comment