Monday, April 6, 2015

আযানের মর্ম কি ???

আযানের মর্ম কি ???
আযানের মধ্যে বলা আছে যে,আমি সাক্ষ্য
দিচ্ছি, আল্লাহ ছাড়া কোন এলাহ অর্থাৎ
হুকুমদাতা /বিধানদাতা নেই এবং পড়ে সাক্ষ্য
দিচ্ছি যে মুহাম্মদ (স) আল্লাহর রসুল। অর্থাৎ
সমগ্র মানবজাতির শান্তির নেতা।
তাহলে বিষয় হইলো এখানে স্রষ্টার, আল্লাহর
হুকুমত ব্যতীত অন্যটা মানাই তার বিকল্প,আর
বিকল্প মানেই শিরক,আর শিরক আল্লাহ
প্রতিজ্ঞাবদ্ধ যে তিনি ক্ষমা কোরবেন না।
আর তাই যদি হোয়ে থাকে তাহলে আমাদের
দেশের ব্যক্তি সমাজ রাষ্ট্র, আদালত, আইন
কানুন, শিক্ষা, রাজনীতি,
ব্যাংকিং ব্যবস্থা কি আল্লাহর হুকুমত
অনুযায়ী নাকি ইহুদী-খ্রিস্টান সভ্যতা অর্থাৎ
দাজ্জালের?
এইজন্য আল্লাহ তার কেতাবে বলেছেন-
আল্লাহ যাহা কেতাবে নাযেল কোরেছেন
তদনুযায়ী যাহারা বিচার ফায়সালা (এই
ফায়সালা সর্বোপরি ফায়সালা)
কোরেনা তারা কাফের, জালেম,ফাসেক।(সু
রা আল মায়েদা ৪৪;৪৫;৪৭)
তাহলে এই নামধারী জাতি কি আযানের মর্ম
না বুঝেই চোখ কান বুঝে কাফের অবস্থায়
সালাহ কোরছে? আর কাফেরদের সালাহ
কি আল্লাহ কবুল কোরছেন?
ভাবুন

বুলবুল আহাম্মেদ

No comments:

Post a Comment