Sunday, April 5, 2015

পবিত্র কোরানের সাথে সনাতন ধর্মগ্রন্থের হুবহু মিল রয়েছে।

পবিত্র কোরানের সাথে সনাতন ধর্মগ্রন্থের হুবহু মিল রয়েছে।







লিখেছেন- রিমন চক্রবর্তী
সনাতন ধর্মগ্রন্থ ও পবিত্র কোরানের সাথে হুবহু মিল রয়েছে,তাহলে আমরা কেন নিজেদের মাঝে শত্রুতা বজায় রাখিবো? আমরা তো এক আদম হাওয়া-এক মাতা পিতার সন্তান, কাজেই আমরা ভাই ভাই।
নিচে সনাতন ধর্মগ্রন্থের শ্লোক তুলে ধরা হলো-
যজুর্বেদ ৪০.১:
এই সমস্ত বিশ্ব শুধু মাত্র
একজন ঈশ্বর দ্বারা সৃষ্টি ও পরিচালিত হচ্ছে।
কখনই অন্যায় করো না অথবা অন্যায়
ভাবে সম্পদ
অর্জনের ইচ্ছা করো না।
যজুর্বেদ ১৩.৪:
সমগ্র বিশ্বে শুধু একজনই
হর্তাকর্তা রয়েছেন। শুধুমাত্র তিনিই পৃথিবী,
আকাশ, এবং অন্যন্যা দৈব সত্ত্বাকে ধারণ
করেন।
তিনি নিজেই পরম সুখী! তিনিই শুধু মাত্র
তিনিই
আমাদের দ্বারা উপাসিত হবেন।
অর্থববেদ ১৩.৪.১৬-২১:
তিনি না দুই, না তিন,
না চার, না পাঁচ, না ছয়, এমনকি না সাত,
না আট,
না নয়, না দশ। তিনি একজন এবং শুধুই একজন।
তিনি ছাড়া অন্য কেউ ঈশ্বর নন। সকল
দেবতাগণ
তার মাঝেই থাকেন এবং তার দ্বারাই
পরিচালিত হন।
তাই তিনি ছাড়া অন্য কেউ উপাস্য নাই।
অর্থববেদ ১০.৭.৩৮:
শুধু মাত্র ঈশ্বরই হলেন
শ্রেষ্ট এবং একমাত্র উপাস্য। তিনিই সকল
জ্ঞানের ও কার্যাবলীর উৎস।
অতএব, সনাতনধর্মের মূল তথা আদি ধর্মগ্রন্থ
বেদ অনুযায়ী ঈশ্বর এক ও অদ্বিতীয়।
ॐ শান্তি শান্তি শান্তি

লিখেছেন হাবিব বেন সবান

No comments:

Post a Comment