Monday, April 6, 2015

সনাতনধর্ম গ্রন্থে আছে কোরানের সাথে হুবহু মিল ।

সনাতনধর্ম গ্রন্থে আছে কোরানের সাথে হুবহু মিল  ।
সনাতনধর্ম গ্রন্থে আছে কোরানের সাথে হুবহু মিল যা নাকি বলছে মানবজাতিকে ভাই ভাইয়ের মত একসাথে চলে দুনিয়াকে সুন্দর ও সাফল্যমণ্ডিত কোরে তোলার।
একহাজার লোকের মধ্য কদাচিৎ কেও অামাকে বিশ্বাস করে.অার যারা আমাকে বিশ্বাস করে তাদের মধ্য কেও না কেও ঈশরে সান্নিধ্য লাভ করে.(শ্রীমতভাগবতগীতা জ্ঞান বিজ্ঞানযোগ 7.3)
পবিত্র বেদ অমৃত- সংগচ্ছধবং সংবদংধ্ব সংবো মনাংসি জানতাম্ । দেবাভাগং যথাপূর্ব্বে সংজানানা উপাসতে ।।ঋগবেদ ১০।১৯১।২.অনুবাদ- হে মনুষ্য! তোমারা এক সঙ্গে চল,একসঙ্গে মিলিয়া আলোচনা কর, তোমাদের মনউত্তম সংস্কার যুক্ত হউক। পূর্ব্বাকালীনজ্ঞানী পুরুষেরা যেরূপ কর্তব্য কর্ম সম্পাদনকরিয়াছেন তোমরাও সেই রূপ কর!
ওঁ শান্তি শান্তি শান্তি
পুরুত-মোল্লাদের ফতোয়ার কবলে পড়ে আজ হিন্দু-মোসলেম হয়ে গেছে একে অপরের শত্রু।
কিন্তু এরাই অতীতে মিলে মিশে একসাথে বাস করতো একে অপরকে সাহায্য করতো ।
এটাই ছিল এসলামের অর্থাৎ (শান্তির) সমাজ ।

No comments:

Post a Comment